ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রন্তঃ
কঃ কৃষি জমির ক্ষেত্রেঃ
১ঃ ৮.২৫ একর ২৫ ( বিঘা পর্যন্ত)ঃ ভূমি উন্নয়ন কর মওকুফ তবে জমির মওকুফ দাখিলা সংগ্রহ করতে হবে।
২ঃ ৮.২৫ একরের উদ্ধেঃ ১০.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে আদায়যোগ
(খ) অকৃষি জমির ক্ষেত্রেঃ
শিল্প ও বাণিজ্যক ব্যবহারিক ভিত্তিক আবাসিক জমির ব্যবহার
১ঃ ঠাকুরগাঁও পৌর এলাকাঃ ২২.০০ টাকা হারে প্রতি শতংশ ৭.০০ হারে প্রতি শতাংশ।
২ঃ পৌর এলাকা ঘোষিত হয়নি এরুপ এলাকাঃ ১৫.০০ হারে প্রতি শতংশ ৫.০০ হারে প্রতি শতংশ।
৩ঃ ভূমি, উন্নয়ন করের দাখিলা প্রপ্তি সাপেক্ষে টাকা পরিশোধ করুন।
৪ঃ দাখিলার টাকা ব্যতিত অতিরিক্ত টাকা দিবেন না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস